Home সম্পাদকের বাছাই মিরসরাইয়ে দুই কভার্ড ভ্যানের সংঘর্ষে দুইজনের মৃত্যু

মিরসরাইয়ে দুই কভার্ড ভ্যানের সংঘর্ষে দুইজনের মৃত্যু

একাত্তর নিউজ ডেস্কঃচট্টগ্রামের মিরসরাইয়ে দুই কভার্ড ভ্যানের সংঘর্ষে দুইজনের মৃত্যু হয়েছে।

 

বুধবার সকালে উপজেলার জোরারগঞ্জ থানার সোনাপাহাড় এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।

নিহতদের একজনের বয়স আনুমানিক ৪৫ বছর, অন্যজনের ২৫ বছরের মত বলে পুলিশের ধারণা। তাদের কারো নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

হাইওয়ে পুলিশ জোরারগঞ্জ ফাঁড়ির এসআই সোহেল সরকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ভোরে মহাসড়কের ইউ টার্নে দুটি কভার্ড ভ্যানের মধ্যে সংঘর্ষে হতাহতের এ ঘটনা ঘটে।

তিনি বলেন, একটি কভার্ড ভ্যান ইউ টার্নে দাঁড়িয়ে ছিল। অন্য কভার্ড ভ্যানটি পেছন থেকে সেটিকে ধাক্কা দেয়। ফলে সামনের গাড়িটি রাস্তার পাশে খাদে পড়ে যায় এবং চালকের সহকারী নিহত হন।

পেছন থেকে ধাক্কা দেওয়া কভার্ড ভ্যানটির সামনে অংশ দুমড়ে মুচড়ে যাওয়ায় চালক ভেতরে আটকা পড়েন। মাস্তাননগর স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।